নিয়ে নিন আপনার পিসির জন্য অতি প্রয়োজনিয়ো ৫টি সফটওয়ার সিরিল কি সহ

বন্ধুরা আমি রিপন,

আসা করি আপনারা সবাই ভালো আছেন এবং রোজার মাসে সবাই রোজা করছেন।

বেশি কিছু বলবনা তাই কাজের কথাই আসি, আপনারা হয়ত অনেকেই সফটওয়ার গুলি ব্যবহার করছেন কিন্তু সেগুলি হয়তো ক্রা-ক ভার্সান, কিন্যু আজ আমি যে সফট ওয়ার গুলি নিয়ে এসেছি তার সবই প্রায় সিরিয়াল কি এবং কেগনের সাথে তাই আর দেরি না করে সফটওয়ার গুলি নামিয়ে নিন।

  1. ZD Soft Screen Recorder v9

আমি বাজি ধরে বলতে পারব আপনি যে স্ক্রিন রেকর্ডারই ব্যবহার করেন না কেন এই রেকর্ডারের মত সহজ কেও না, এবং এই সফ এ রেকর্ড করা ভিদিও এর কুয়ালিটির কথা আর কি বলব কিন্তু যে কথা টি বলার সেটা হল এই সফ দিয়ে রেকর্ড করলে ফালতু মেগাবাইট ইউস করেনা ভিডিও এর যেমন এম্বি হওয়া উচিত তেমনই হবে।

 

  1. DU Meter 7.11

নাম সুনেই বুঝতে পেরেছেন আবার হয় তো আগে থেকেই একে চেনেন তাই বেশি কিচু বলার নেই তাও বলি জারা জানেন না। এটি আপনার পিসির নেট স্পিড মাপা জন্ত্র। নয়ুন ভার্সন তাই নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে এতে। তাই সবাই ডাওনলোড করুন।

 

  1. YouTube Video Downloader Pro

এটার ও নাম দেখেই বুঝতে পেরেছেন এর কাজ কি তাই এটা সম্পর্কেও কিচু বলুম না।

  1. Winamp 5 Pro

দুরদান্ত মিউজিক প্লেয়ার শয় শয় ফিচার আছে এতে অনেক থিম আছে, এবং এমন অনেক ফিচার আছে যা আপনাকে এটা ফেভরেট করতে বাদ্ধ করবে।

  1. uTorrent PRO

এটাও সবাই চেনেন তাও বলছি আপনি যদি ব্রড ব্যান্ড ইউস করেন এবং স্পিড কম থাকায় মুভি ডাওনলোড দিতে পারছেন না তাহলে এতা ইউস করুন ঝড়ের গতিতে সবে রিলিজ হওয়া মুভিও নাচতে নাচতে ডাওনলোড দিতে পারবেন।

তোবন্ধুরা আজ এই পর্জন্তই আবার দেখা হবে পরের টিউনে।

আর হ্যা এরকম আরো সফটওয়ারের ডাওনলোড লিঙ্ক সহ আপডেট পেতে চাইলে আমাদের ফেসবুক পেইজ টাকে লাইক দিতে পারেন।

Level 0

আমি রিপন শাহাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস