জেনে নিন Windows 10 এর ১০টি Shortcut।

আসসালামু আলাইকুম। সবাই ভাল আছেন নিশ্চই। আর ভাল থাকুন সবসময় এটাই কামনা করি সারাক্ষন। আমার টিউন গুলো পড়ে যদি কেউ বিরক্ত হন তাহলে আমি দু:খিত। আমি বেসিক কিন্তু গুরুত্বপূর্ন বিষয়গুলো নিয়ে সাধারনত টিউন করছি। আর আমার টিউন করার উদ্দেশ্য ২টি. প্রথমত, এ বিষয়গুলো সম্পর্কে সবাইকে ধারনা দেওয়া আর পরের উদ্দেশ্য হল আমার চ্যানেলটার সাথে সবাইকে পরিচিত করিয়ে দেওয়া।

আপনাদের টিউমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরী করব। আর সব ভিডিও যে সবার কাছে ভাল লাগবে তা কথা নয়। তবে আপনি হয়ত একটা ভিডিও দেখে মনে করতে পারেন  এই সব বিষয়ত আমার জানা। আমি বলব আপনার ধারনাটা ভুল। আপনার অজানাও অনেক কিছু আছে। তার জন্য আপনার সবাই আমার IT Help Desk চ্যানেলটার সাথে থাকুন এটাই আশা করি।

যারা Windows 10 ব্যবহার করছেন তাদের জন্য আজকের আলোচনা। উইন্ডোজ ১০ অনেক সুন্দর, এবং আনকমন কিছু বিষয় আছে তার মধ্যে কিবোর্ড সর্টকাট. আপনি মাউজ ব্যবহার না করেই  আপনি যে কাজগুলো করতে পারেন। সেই রকম ১০টি গুরুত্বপূর্ন সর্টকাট নিয়ে আমি ভিডিওটা তৈরী করেছি।

আমার YouTube চ্যানেল

 

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।