আপনার Computer এর উইন্ডোজ সহ সকল ড্রাইভ Backup রাখুন কোন সফটওয়্যার ছাড়া।

আসসালামু আলাইকুম। পবিত্র রমজানে সবাই কে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মত আজও একটা গুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখতে বসলাম।

আমরা যারা Computer ব্যবহার করি এবং প্রথমে আমরা যখন নতুন  উইন্ডোজ সেটআপ সহ সকল সফটওয়্যার ইন্সষ্টল করি তখন হয়ত আমাদের পিসিটা খুবই Fast কাজ করে। আবার অনেক সময় হয় আমাদের অন্যান্য কিছু ড্রাইভে গুরুত্বপূর্ন ফাইল থাকে তা ডিলিট হলে আমাদের সমস্যা হতে পারে।

আবার এমনও হতে পারে ভাইরাস বা পিসির অনেক কারনে আমাদের পিসিতে সমস্যা হতে পারে। তাই আপনি আপনার System Drive সহ আপনার সকল ড্রাইভ Backup রেখে দিতে পারেন। যখনই আপনার পিসিতে ভাইরাস ইফেক্টেড হবে তা আবার পেনড্রাইভে বুটেবল করে ইন্সষ্টল করলে আপনার পিসি আবার ফ্রেস হয়ে যাবে।

এবং সেই সাথে আপনার ইন্সষ্টল করা সকল সফটওয়্যারগুলো ঠিকমতই থাকবে। এই কাজটা করতে আপনার মাত্র ২/৩ মিনিট লাগবে তাও আবার কোন সফটওয়্যার ছাড়া। নিচে ভিডিওতে সুন্দর ভাবে দেখানো হয়েছে। সবা্রই দেখে নেওয়া ও জেনে রাখা দরকার।

ভিডিও দেখুন

আমাদের ফেসবুক পেইজেও জয়েন করতে পারেন।

Level 2

আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস