চমৎকার একটি Login প্লাগিন “SB Login” । এখনি আপনার সাইট এ যুক্ত করুন প্লাগিনটি । আজকেই ওয়ার্ডপ্রেস এ যুক্ত হল

আপনারা সকলেই Ninety Login প্লাগিনটি চিনেন । টিউনার পেজ এই প্লাগিনটি ব্যাবহার করে । এই প্লাগিনটি paid । ফ্রী পাওয়া যায় না ।

অনেকেই এটা বিভিন্ন জায়গা থেকে খুঁজে ডাউনলোড করেন । কিন্তু ডাউনলোড ফাইল গুলোতে virus থাকতে পারে অথবা সাইট হ্যাক হয়ার কোড থাকতে পারে ।

তাই আপনাদের জন্য এই প্লাগিনটি কে modified করে wordpress.org তে যুক্ত করে দিলাম । প্লাগিনটির নাম SB Login

তো দেরি না করে এখনি যুক্ত করুন আপনার সাইট এ । আর নেই virus বা সাইট হ্যাক হয়ার ভয় ।

ওয়ার্ডপ্রেস পেজ | আরও জানতে | ডাউনলোড

কিছু স্ক্রীনশট দিলাম

sb-login screenshot 1    sb-login screenshot 2  sb-login screenshot 3

sb-login screenshot 4   sb-login screenshot 5

আপনার উপকারে লাগলে দয়া করে একটি রিভিউ দিবেন ।

আমার অন্যান্য প্লাগিন

কিছু অন্য কথাঃ

আমরা বাঙ্গালিরা এখন আর ওয়েব ডেভেলপিং এ পিছিয়ে নেই । অনেকেই এখন অনেক অবদান রাখছেন এই সেক্টর এ । তবে তা যথেষ্ট নয় । আমাদের আরও অগ্রসর হতে হবে । আপনি একটু চিন্তা করুন অন্য দেশের লোকেরা এত কিছু পারলে আপনি পারবেন না কেন? অবসর সময়ে শুধু ফেসবুক চালিয়ে , মুভি না দেখে , গান না শুনে সময়টা একটু কাজে লাগান । এইসব জিনিশ নিয়ে একটু ঘাটাঘাটি করুন । আপনার মাথা থেকেই বেরিয়ে আসতে পারে অসাধারণ কিছু । এই কাজে বোরিং বলতে কিছু নেই । একবার যুক্ত হন দেখুন কত ভালো লাগে ।

টিউনটি পূর্বে Science Breeze এ প্রকাশিত

Level 0

আমি ফিদা আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই আপনার প্লাগিনটি যুক্ত করলাম। কিন্তু ওয়ার্নিং ছারা আর কিছু দেখছি না। http://at-tawhid.tk/

Level New

ভাই আপনার প্লাগিনকে তো 5 star রেটিং দিলাম কিন্তু এখনো তো কাজ করছে না। একটু দেখেন তো এখানে http://at-tawhid.tk/

অবশ্যই দেওয়া উচিত , অভ্র এখন সবার পছন্দের শীর্ষে।। ধন্যবাদ মেহেদি ভাইয়া ।

কপি পেস্ট তো ভালোই করছেন দেখি। একে তো কোড ক্যানয়ন প্রিমিয়াম প্লাগিনের কোড কপির মাধ্যমে ওয়ার্ডপ্রেস=এ দিয়েছেন। এবার বুঝবেন ঠ্যালা!

Level 0

codecanyon এর Ninety Ajax Login/Register for WordPress প্লাগিন আর আপনার প্লাগিনটির মাঝে পার্থক্য কি একটু বলবেন? কপি পেস্ট টাও ঠিক মতো করতে পারেন নাই।

    @Atique: apni ki post ar lekhata porechen? ami bolei diyechi ota paid manusher download korte kosto korte hoy tai ami wordpress a chere dilam . r amar kache jei version ta chilo ota ami diyechi

      Level 0

      @ফিদা আল হাসান: আমি আপনার অতীতের সব গুলো পোস্ট পড়েছি। খুব ভালো লিখেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি এই প্লাগিনটির পিছনে যেই সময় দিয়েছেন, আর একটু সময় দিলে আপনি নিজেই এমন একটি প্লাগিন তৈরি করতে পারতেন। কেন শুধু শুধু অন্যকে বাশ দিচ্ছেন। আর একটি কথা হলো, যখন দেখি কোনো বাঙালী একটি প্লাগিন বা থিম তৈরি করছে সেই টা ফ্রী অথবা প্রিমিয়াম হোক নিজের কাছে খুব ভালো লাগে। কিন্তু নিজের সামনে যখন অন্য কেউ গালি দেয়, তখন বাঙালী হিসাবে খুব খারাপ লাগে। আপনার মাঝে যেই টেলেন্ট রয়েছে তা কাজে লাগান ও তা দিয়ে যত ছোট কিছুই বানান না কেনো তার পরও বলতে ভালো লাগে, দেখো আমরা বাঙালী, আমরাও পারি। আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি তা বুঝতে পারছেন। যদি কথাটা খারাপ লাগে, তবে ক্ষমা করবেন। ধন্যবাদ।

        @Atique: ভাই ধন্যবাদ আপনার মতামত এর জন্য । নিজের প্লাগিন তৈরি করার জন্য আমাকে আরও অনেক কিছু শিখতে হবে । যা শিখার সময় এবং মানুষিকতা আমার মধ্যে এখন নেই । কারন একাদশ শ্রেণীতে পড়ছি । পড়া লেখার খুবই চাপ । বুঝতেই পারছেন । এর মধ্যে যে সময় পাই তা এগুলাতে কাজে লাগাই । এরকম প্লাগিন তৈরি করার জন্য ফ্রী থাকতে হয় । তবে আশা করছি । এইচএসসি পরিক্ষা দেয়ার পর নিজের কিছু করার চেষ্টা করবো । আশা করি বুঝতে পেরেছেন ।

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্লাগইন টির জন্য । অনেক দিন ধরেই খুজছিলাম প্লাগইনটি । যাই হোক এবার ত কাজ চালানো যাবে । ভাই আপনার ব্লগ এ এই লিঙ্ক টি কাজ করছে না । কিন্তু ভিডিও টি আমার দরকার যদি একটু হেল্প করতেন ? http://www.mediafire.com/?1m6b9n5noiy1lyw
আমাকে ফেবু তে পাবেন ঃ https://www.facebook.com/arifhossainmunna01
প্লিজ ভাই ফাইল টির লিঙ্ক আমাকে পারলে একটু দিয়েন

প্লাগইন টি তে একটু সমস্যা হচ্ছে । কিছু এরর কোড সারা পেজ ভরে দেখাচ্ছে ।

thanks brother.

Brother apnar website tar theme er name ta bolben please. Onek val laglo.

thanks .. techtunes er moto onek ta ;).. May be techtunes er ei theme tai modified kora. Good job.