ওয়ার্ডপ্রেস ব্লগে ফরমুলা বা ইকুয়েশন লেখার জন্য প্লাগইন

ওয়ার্ডপ্রেস ব্লগে গণিতের ফরমুলা লেখার জন্য ছোট্ট একটা প্লাগইন ডেভেলপ করেছি। যা দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েব সাইটে গাণিতিক ফরমুলা গুলো লিখতে পারবেন।

  • এখান থেকে ডাউনলোড করুন Download it from here.
  • ইন্সটল করুন এবং একটিভ করুন।

এবার আপনি যে পোস্ট বা পেইজে ইকুয়েশন  লিখতে চান [ equation] সর্টকোড ব্যবহার করে লিখুন।


[ equation]\frac{1+sin(x)}{y}[/equation]

উপরের কোড গুলো কপি করেও দেখতে পারেন। তার পূর্বে  [ equation] এর আগের স্পেসটি রিমুভ করে দিন।

আপনি নিচের মত দেখতে পাবেনঃ

[equation]\frac{1+sin(x)}{y}[/equation]

যেকোন ইকুয়েশন আপনি লিখতে পারেন এভাবে।

[equation](a + b)^3 = a^3 + 3a^2b + 3ab^2 + b^3[/equation]

[equation]E=mc^2[/equation]

ধন্যবাদ দেখার জন্য 🙂
যদি কোন সমস্যা দেখেন, আমাকে জানাবেন। ফিক্স করার চেষ্টা করব।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস