প্রশ্ন: টেকটিউন এর মতেো সাইট কিভাব বানানো যাই??

টেকটিউন এর এক্সপার্ট ভাইদের প্রতি আমার একটা প্রশ্ন।কয়েকদিন ধরে আমি ওয়ার্ডপ্রেস শিখতেছি, ভালোই লাগতেছে।প্রাথমিক অবস্থায় ব্লগিং করার জন্য আসলেই ওয়ার্ডপ্রেসই সেরা। এখন জানতে পারলাম, এর (WordPress MU) মাধ্যমে মাল্টি ব্লগিং সিস্টেম ও বানানো যায়।এটা আসলে Blogger.com এবং WordPress.com এর মতো, যা কিনা subdomain & আলাদা আলাদা template সাপোর্ট করে।

এখন আপনাদের(এক্সপার্ট)প্রতি আমার প্রশ্ন হলো techtunes.io অথবা amarblog.com এর ব্লগিং সিস্টেম টি কিভাবে বানানো হয়েছে?? এই গুলোর জন্য কি WordPress MU ব্যবহার করা হয়েছে নাকি WordPress এর কোনো Plugins আছে, যার মাধ্যম মাল্টি ব্লগিং সিস্টেম বানানো সম্ভব।যেখানে একই সাথে ব্লগারের Url এবং সাইটের হোম পেইজেও ব্লগ পোষ্ট হবে।

আপনাদের হাতে সময় থাকলে, কমেন্টের মাধ্যমে জানালে আমি এবং আমার মতো যারা আছে তারা উপকৃত হত।

সময় করে পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

http://www.mediafirebd.com

No Need to Buy Rapidshare Premium Account! Download Everything from Mediafire...........

Level 0

আমি জাকারিয়া উজ্জ্বল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মিডিয়াফায়ারবিডি.কম সবকিছুই এখন মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করা যাবে ! টাকা দিয়ে হটফাইল কিংবা রেপিডশেয়ার একাউন্ট কেনার প্রয়োজন নাই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস WordPress MU এ বানানো নয় । এবং প্রথম আলো ব্লগ ও WordPress এ করা । তবে ওরা WordPress কে ইচ্ছা মত এডিট করেছে [যা আইননত কিনা জানি না] । এবং আমার বল্গ MU ব্যবহার করতে পারে । আমি সিউর না । তবে htaccess দিয়ে সাব ডোমেইন সিস্টেম করা যায় ।

    bhai pls ur mail id give me.

    মেহেদী ভাই আমার ব্লগ কিংবা অন্যন্য ব্লগের মতন একটি সাইট বানাতে কত খরচ লাগতে পারে এবং বাৎসরিক কত টাকা দিতে হবে।

    ধন্যবাদ ভাইয়া, আপনি তো ওয়েব এর কাজ করেন, একটু সময় করে কি বলতে পারবেন টেকটিউনস কিভাবে বানানো হয়েছে বা এমন একটি মাল্টি ব্লগ বানানোর জন্য কি কি জানা লাগবে। একটু সময় করে যদি বলতেন প্লিজ…

    মেহেদী ভাইয়া … আপনার ইমেইল আইডি টা দেওয়া যাবে কি ?

    ওয়ার্ডপ্রেস ইনস্টলের উপর মামুনের একটা টিউন আছে ওটা দেখেন আর এরপর বাংলা করতে, এডিট করতে বা যে কোন সমস্যা হলে আমাকে একটা নক দিয়েন।

    ভাইয়া আপনি http://www.mehedi.com.bd ভিজিট করুন । সেখানে ইমেল ও মোবাইল # পাবেন ।

    প্রথম আলো ব্লগ যে WordPress এ করা এই তথ্য আপনি কোথায় পেলেন???

      আমার মনে হই যারা টেকটিউনস এর মতো সাইট বানাতে চান তাদের Html ,css,php এগুলো হালকা দারনা থাকলেই হবে ।

    আমার মনে হই যারা টেকটিউনস এর মতো সাইট বানাতে চান তাদের Html ,css,php এগুলো হালকা দারনা থাকলেই হবে ।

আপনি যদি ভালো ব্লগ বানাতে চান কম খরচে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।
আমার সাইট :
http://www.mehedi.com.bd
আমার কম্পানির সাইট :
http://www.bdwebsolutions.com

ধন্যবাদ ।

টেকটিনস ও বিজ্ঞান প্রযুক্তি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমার ব্লগ ড্রুপাল দিয়ে করা। আমার ব্লগ ড্রুপাল কে ইচ্ছা মত এডিট করেছে। আর টেকটিনস এর মত মাল্টি ব্লগ বানাতে আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। এছাড়া HTML, CSS, Java, PHP, AJAX সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। আর প্রচুর প্রাকটিস করতে হবে। এছাড়া জুমলা দিয়েও বানানো যেতেপারে। বিজ্ঞানি ডট কম জুমলা দিয়ে বানানো।

বিঃদ্রঃ আমি CSS, Java, PHP, AJAX কিছু ই পারি না।

এ.আর.রলিন

টেকটিউনস ও বিজ্ঞান প্রযুক্তি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমার ব্লগ ড্রুপাল দিয়ে করা। আমার ব্লগ ড্রুপাল কে ইচ্ছা মত এডিট করেছে। আর টেকটিউনস এর মত মাল্টি ব্লগ বানাতে আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। এছাড়া HTML, CSS, Java, PHP, AJAX সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। আর প্রচুর প্রাকটিস করতে হবে। এছাড়া জুমলা দিয়েও বানানো যেতেপারে। বিজ্ঞানি ডট কম জুমলা দিয়ে বানানো।

বিঃদ্রঃ আমি CSS, Java, PHP, AJAX কিছু ই পারি না।

এ.আর.রলিন

    Level 0

    ভাল ঘটনা ঘটাইছেন…

ভালো একটা জিনিস নিয়ে টিউন করছেন। আর এদিকে জ্ঞানী যারা কিনাকিছু ওয়েবসাইট বানাতে পারেন হোস্টিং সহ তাদের টাকা কামানোর ধান্দা বের করছেন। দেখেন না কেমনে তারা বলতাছে “কম খরচে ওয়েবসাইট বানাতে চান” তাহলে আমার সাথে যোগাযোগ করেন।
Hippocratic. Hippocratic.