সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ও রেস্পন্সিভ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমস।

Vertex WordPress Theme

Vertex best wordpress themes 2014

এই প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমটি একটি  ইউনিক ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে Elegant Themes নিয়ে এসেছে এই থিম টি। এই থিম টি কিনতে খরচ হবে ৬৯ ডলার।

LIVE DEMO

MORE INFORMATION

Newspaper News Editorial Theme

Newspaper News Editorial Theme

যারা ম্যাগাজিন টাইপ এর ওয়ার্ডপ্রেস থিম খুঁজছেন তারা এই থিমটা পছন্দ করতে পারে। থিমটি ইউনিক রেস্পন্সিভ ডিজাইনে করা হয়েছে। দেখতেও মার্জিত। থিমটি কিনতে লাগবে ৫৫ ডলার। এই ওয়ার্ডপ্রেস থিমটি  পাবলিশ করেছে একটি ওয়ার্ডপ্রেস থিম মার্কেটপ্লেসে।

LIVE DEMO

SCREEN SHOTS

MORE INFORMATION

Bliss Multiple Layout Theme

Bliss Multiple Layout Theme

এই ওয়ার্ডপ্রেস থিমটি কোন একটি টপিক নিয়ে ব্লজ্ঞিং করার জন্য ভালো হবে, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। থিমটি কিনতে খরচ হবে ৪০ ডলার। থিমটি "" থিম ফরেস্ট"" এ পাবলিশ করা হয়েছে।

LIVE DEMO

SCREEN SHOTS

MORE INFORMATION

StyleShop WordPress eCommerce Theme

StyleShop best wordpress themes 2014

স্টাইলিশ ই-কমার্স বিজনেস এর জন্য এই থিমটি ব্যাবহার করা যেতে পারে। থিমটি সম্পূর্ণ রেস্পন্সিভ। বর্তমান সময়ের, ই-কমার্স বিজনেস এই ধরনের থিম ব্যাবহার করা হয়। এই ওয়ার্ডপ্রেস থিমটি কিনতে লাগবে ৬৯ ডলার।

LIVE DEMO

MORE INFORMATION

ভালোলাগলে জানাবেন 🙂 আমাকে ফেসবুকে অ্যাড করতে পারেন

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download link koii?

আপনার থিম গুলো ভালো লাগছে, সব চেয়ে বেশী ভালো লাগছে Newspaper থিম টা। অন্য থিম গুলো কিন্তু প্রফেশনাল মানের মনে হল না। ধন্যবাদ টিউনের জন্য।

ভাই ডাউনলোড লিঙ্ক না দিয়া থিম কোথায় পাবলিশ হইছে, কত $ – ইত্যাদি আজাইরা কথা কইছেন। কি সব আজাইরা টিউন।

    @ধূপছায়া: বেকুপ এর মতো কথা বলেন কেন? টাইটেল দেখেন নাহ, কইছিতো প্রিমিয়াম থিম। ফ্রী ডাউনলোড এর কথা কইছি? খুজনেতো খালি ফ্রী আর মাল পরে বাঁশ খাইয়া চুলকাচুলকি করেন।

      @রাফিউল ইসলাম তানিক: ওরে মফিজ তুমি এগুলা কি বলতেছ? “বেকুপ ” কোন ভাষার শব্দ? চাইনিজ? তুমি আস্ত একটা গাধা তাও রাম সাইজের 😛 সেটা তোমার টিউন ও কমেন্টের নমুনা দেখলেই বোঝা যায়।

রাফিউল ইসলাম তানিক: এই জায়গাটার নাম টেকটিউনস। যদি এই সম্মন্ধে আইডিয়া তাহলে বুঝবার পারবেন যে এইখানে সবাই শেয়ার করে কারও গুন গাওয়ার জন্য এই জায়গা না। ডাউনলোড লিংক না দিবার পারলে এই জায়গায় আপনেরে আইবার কইছে কেডা ? কয় ডলারের মালিক হইছেন ওয়ার্ডপ্রেস এর থিম আমাগোরে কিন্না ব্যবহার করতে কন????? আমাগো কি আপনার বাপের মতো ডলারের গুদাম আছে নাকি মিয়া। যদি কিছু থাকে তো পারলে শেয়ার করেন আর না থাকলে মুখে সুপার গ্লু লাগাইয়া চুপ থাহেন। কাউরে ভুলেও গালাগাল দিয়া নিজের মান ইজ্জত আর টেকটিউনসের পরিবেশ নষ্ট কইরবেন না।

থিমগুলো অনেক সুন্দর হয়েছে

এখানে থিমের রিভিউ দিতে আইছেন নাকি ?

    @অবুজ বালক:, @ধূপছায়া:

    টিউন এর প্রবলেম কি? প্রেমিউম থিম এর ফ্রী ডাউনলোড লিঙ্ক দেই নাই তাই নাকি টাইটেল এ “ফ্রী ডাউনলোড লিঙ্ক নাই” এইটা এর উল্লেখ করে দেই নাই এর জন্য? থিম এর নাম শুনে, সার্চ ইঞ্জিন থেকে খুজে বের করতে পারেন নাহ? এইটা কি খুবি কষ্টের কাজ? যেই ভাবে কমেন্ট করতেছেন মনে হচ্ছে, ভাঁজা মাছ উলটাই খাইতে পারেন নাহ!

    ভাষা এর কথা কোন নাহি? নিজেগো ভাষা দেইখা কথা কোন।

    প্রেমিয়াম থিম এর ফ্রী লিঙ্ক কেন দিলাম নাহ ?

    ফ্রী গুলোর মধ্যে কোন ধরনের হ্যাকিং বা এই ধরনের খারাপ কোন কোড থাকলে সেটা আপনার সাইট বা ব্লগ এর কোন ক্ষতি করতে পারে। এটা সাভাবিক ব্যাপার, ৫০ ডলার একটা ওয়ার্ডপ্রেস প্রেমিয়াম থিম কেউ যখন ফ্রী দিচ্ছে, এটার জন্য সে কোন নাহ কোন ধরনের বেনিফিট অবশ্যই চাইবে। যদি বলেন বেনিফিট হবে “ট্রাফিক” তাহলে অবশ্যই আপনি ভুল। কারন, ৫০ ডলার খরচ করলে ফেসবুক আপনার অ্যাড “টার্গেটেড ট্রাফিক” এর কাছে সহজেই দিয়ে দিবে। সুতরাং, উল্টা কিছু একটা হবার সম্ভবনা থেকেই থাকে, তাই নাহ? থিম এর নুলেড ভার্সন করা হতে পারে, অটো ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য, কোন কারন বা কারন ছাড়াই মজা নিতে পারে। হুম, ব্যাকআপ এর কথা বলতে পারেন, “”ধুর ব্যাকআপ তো আছেই, হ্যাক গেলে প্রবলেম কি?”” কিন্তু C Panel এর কোন ক্ষতি করতেই পারে! আর, দ্বিতীয় বিষয়টা ছিল, “”ব্যাকলিঙ্ক নিয়ে”” এই ধরনের ব্যাকলিঙ্ক অবশ্যই আপনার সাইট এর সার্চ রাঙ্কিং এর বা অন্যান্য রেঙ্কিং এর ক্ষতি করতে পারে। পেনাল্টি খাবেন নাহ কে গ্যারান্টি দিতে পারবেন? নিচের নাম গুলো দেখুন ও নাম গুলোর শেষে লিঙ্কটা ওপেন করে তাদের কমেন্ট গুলো পড়ুন।

    #Samer Sultan
    #caylean
    #Jan Dembowski
    #Simon Prosser

    এখানে ক্লিক করুন মন্তব্য গুলো দেখতে
    এই একটা কমেন্ট আমি এখানে কপি পেস্ট করতেছি, “azghanvi” নামে একজন বলেছেন, নুলেড ভার্সন এর কথা এডিট করে ব্যাবহার করার জন্য। কিন্তু এইটার উত্তরটাও দিয়েছেন “Esmi”। দেখুনঃ
    …………………………………………………………………………………………………………………….
    …………………………………………………………………………………………………………………….

    Because what you are doing is completely unethical and will cause more long-term damage (rather than good) to the WordPress community. If people don’t want to use the Lite version of the theme but don’t want to buy the commercial version, there are over 1,500 other free themes that they can use from instead.

    And yes, personally, I would call this a “hack“, You are not revising the code. You are deliberately circumventing payment for a commercial theme.

    Comment Creator:<a href=”http://codex.wordpress.org/User:Esmi/” target=”blank”> esmi </a>

    …………………………………………………………………………………………………………………….
    …………………………………………………………………………………………………………………….
    ওয়ার্ডপ্রেস ফ্রী ভার্সন এর ২,৪৩৫ টি থিম রয়েছে। এই গুলো খারাপ? এই থিম গুলো প্রেমিয়াম নুলেড থিম এর থেকে অনেক ভালো।

    বি:দ্র: { ভাই, এই আলোচনা গুলো – ওয়ার্ডপ্রেস সাপোর্ট ফরাম এ করা হয়েছে আর এখানে এক্সপার্টরাই আলোচনা গুলো করেছেন। আমি প্রফেশনালি ওয়ার্ডপ্রেস এর উপরে কাজ করি নাহ বা আমি মারাত্মক বড় ওয়ার্ডপ্রেস এক্সপার্ট নাহ। ২০১১ সালের শেসের দিকে মনে হয়, ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে আমার ইচ্ছা ও মামার পরামর্শে ব্লজ্ঞিং শুরু করি। আর তারপরে এসইও নিয়েই মেতে উঠি আর এখনো এসইও নিয়ে শুধু কাজ করছি। আমি আমার বেক্তিগত কথা গুলো শেয়ার করছি বলে আবার ভেবেন নাহ “মার্কেটিং” করতেছি আমার! এইটাই বুঝাতে চাচ্ছি, মোটামুটি এই এই আড়াই বছর এক্সপেরিএন্স থেকে অন্তত এইটা জানি যে, ওয়ার্ডপ্রেস থিম সম্পর্কে কোন আর্টিকেল লিখলে সেটা কেমন ইনফরমেতিভ হওয়া উচিৎ, তাই নাহ?

    সাইফুল্লাহ আরাফাত ভাই, ১ম ও শেসের টা ২০ ডলারে দিতে চেয়েছেন। জানি নাহ, সাইফুল্লাহ আরাফাত ভাই থিম গুলোর প্রিমিয়াম নুলেড দেতে চেয়েছেন কিনা, মনেহয় নাহ, উনি ১৩৮ ডলার খরচ করেছেন থিম দুইটির জন্য।

    এই নেন পুরা ফ্রীঃ

    #১) Vertex WordPress Theme
    ফ্রী ডাউনলোড লিঙ্ক

    #২) Newspaper News Editorial Theme
    ফ্রী ডাউনলোড লিঙ্ক ১
    ফ্রী ডাউনলোড লিঙ্ক 2

    #৩) Bliss Multiple Layout Theme
    ফ্রী ডাউনলোড লিঙ্ক

    #৪) StyleShop WordPress eCommerce Theme
    http://www.themelock.com/wordpress/1462-styleshop-elegantthemes-ecommerce-wordpress-theme.html#.U0CdiqB1TKQ

    নেন, সবকইটাই ফ্রী ব্যাবহার করুন যখন আপনাদের এতো ইচ্ছা।

    @borhan.nirob: ভাই, টেকটিউন্স এর পরিবেশ সম্পর্কে এতো সচেতন মাগার টিউনারের টিউনে তো “বাপ মা” তুলে কথা বলেন। এখানে, এই ব্লগ এর পরিবেশ নষ্ট হয় নাহ? কিন্তু, ৪টা প্রিমিয়াম এর “ফ্রী ডাউনলোড লিঙ্ক” নাহ দিলে “বাবা মা” নিয়ে খারাপ কথা বলা শুরু করেন দেন। নিজের স্ট্যাটাস ঠিক আছে ভাই?

    @@অবুজ বালক: অবুজ বালক ভাই এর কথাতো বলবোই নাহ, আসলে অবুঝ। এখানে থিমের রিভিউ দিতে আসি নাই তো কি, অ্যাফিলিয়েট করতে আসছি? টিউন কোন বিষয়ে হইছে, এইটা নিয়েই তো আপনার ধারণা নাই আর মন্তব্য করেন কোন মুখে নাকি?

প্রথম এবং শেষ দুইটা থিম আমার থেকে $২০ করে নিতে পারেন…

দুঃখিত লিঙ্ক গুলো কাজ করে নাই। প্রথম থেকে একটা একটা করে সব লিঙ্ক দিলাম আমার আমার আগের কমেন্ট এর।

মন্তব্য গুলো দেখার জন্নঃ http://wordpress.org/support/topic/theme-pagelines-not-free

Esmi: http://codex.wordpress.org/User:Esmi/

Vertex WordPress Theme: http://bestgfx.biz/wordpress/149310-elegantthemes-vertex-v14-wordpress-theme.html

Newspaper News Editorial Theme: http://www.themelock.com/wordpress/1462-styleshop-elegantthemes-ecommerce-wordpress-theme.html#.U0CkvaB1TKQ

Bliss Multiple Layout Theme: http://buzzgfx.com/wordpress/download-bliss-personal-minimalist-wordpress-blog-theme-themeforest.html

StyleShop WordPress eCommerce Theme:
http://www.themelock.com/wordpress/1462-styleshop-elegantthemes-ecommerce-wordpress-theme.html#.U0CebqB1TKR

আর আপনাকে বেকুপ কথা টা, এতো চিন্তা ভাবনা করে বলি নাই, কোন স্পেশাল পারসন হয়িছেন নাকি ভাই? যায়হক, আপনি যেইভাবেই নিন নাহ আমার ঐ মন্তব্য এর জন্য আমি দুঃখিত।

কথা কয় নাহ ক্যান রে :v