ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০৪] :: নতুন পোস্ট লেখা

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ তা’আলার অশেষ রহমতে সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।

গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল সম্পর্কে জেনেছি । কিন্তু, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এ এখনো কোন পোস্ট অর্থাৎ কন্টেন্ট লেখা হয়নি । আপনারা জানেন যে, কন্টেন্ট ছাড়া ওয়েবসাইটের কোন মূল্য নেই । আজ আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস এ নতুন পোস্ট লিখবেন । আপনি যদি ব্লগসাইট তৈরি করেন তাহলে ব্লগ পোস্ট লিখবেন । আর যদি নিউজ সাইট তৈরি করেন তাহলে নিউজ পাবলিশ দিবেন ।

নতুন কোন পোস্ট  লিখতে হলে প্রথমে Dashboard>Posts>Add New এ যান । তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;

উপরের চিত্রে বেশ কিছু সেকশন দেখতে পাচ্ছেন । নতুন পোস্ট করতে হলে আপনাকে এসব পূরণ করতে হবে । আমি এখন এসব সেকশন কিভাবে কাজ করে এবং কিভাবে তা পূরণ করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করছি;

Enter Title Here

প্রথমেই আপনি যে খালি ঘর পান সেখানে আপনার পোস্ট এর শিরোনাম লিখতে হবে । যেমন; আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে একটি পোস্ট লিখতে চান এক্ষেত্রে শিরোনাম দিতে পারেন ‘ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় প্লাগিন’ । আমি আজকের টিউটোরিয়াল এর শিরোনাম দিয়েছি ‘ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০৪] :: নতুন পোস্ট লেখা’ । পোস্ট এর শিরোনাম যেন খুব বেশি বড় কিংবা ছোট না হয় সেদিকে খেয়াল রাখবেন । যেমন, আপনি যদি পোস্ট এর শিরোনাম ১ টি ওয়ার্ড দেন তাহলে তা ভাল দেখাবে না । কিংবা আপনি যদি পোস্ট এর শিরোনাম এর মধ্যেই পোস্ট এর অর্ধেক অংশ লিখে ফেলেন তাও ভাল দেখাবে না ।

Post (পোস্ট)

শিরোনাম লেখার পর Enter Title Here টেক্সট এর নিচে যে বড় খালি বক্স দেখতে পান সেখানেই আপনার পোস্ট লিখেবন । আমরা  মাইক্রোসফট ওয়ার্ড এ কোন কিছু লেখার সময় কিছু টুলস দেখতে পাই । এসব টুলস এর মাধ্যমে আমরা টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট এলাইন সহ বিভিন্ন কাজ করতে পারি । একই ভাবে ওয়ার্ডপ্রেস এ পোস্ট লেখার সময় আপনি উপরে বেশ কিছু টুলস দেখতে পারবেন । পোস্ট লেখার সময় স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হলে আপনি Add Media বাটনে ক্লিক করে আপনি পোস্ট এর ভিতরে ইমেজ সহ অন্যান্য মিডিয়া ফাইল তৈরি করতে পারবেন ।

Categories

ডানপাশে ক্যাটাগরি অর্থাৎ বিভাগ সেকশনটি দেখতে পারবেন । এখানে আপনার পোস্ট এর ক্যাটাগরি দিতে পারেন । যেমন, আপনি যদি ওয়েব ডিজাইন সংক্রান্ত কোন পোস্ট লিখেন তাহলে আপনি ‘ওয়েব ডিজাইন’ ক্যাটাগরি দিতে পারেন । এছাড়া, আমরা নিউজ ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের বিভাগ অর্থাৎ ক্যাটাগরি দেখতে পাই । আপনি পছন্দ মত আপনার ক্যাটাগরি তৈরি করতে পারবেন । ক্যাটাগরি তৈরি করার জন্য Dashboard>Posts>Categories এ যান । এছাড়া, আপনি পোস্ট লেখার সময় Catagories সেকশন থেকে ইনপুট ফর্ম এ ক্যাটাগরি এর নাম লিখে Add New Category বাটনে ক্লিক করে নতুন ক্যাটাগরি যোগ করতে পারেন ।

Tags

ট্যাগ সেকশনটি ডানপাশে দেখতে পারবেন । এখানে আপনার পোস্ট এর কয়েকটি ট্যাগ দিতে পারেন । যেমন, আপনি যদি ওয়েব ডিজাইন সংক্রান্ত কোন পোস্ট লিখেন তাহলে আপনি ‘ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল’ ইত্যাদি ট্যাগ দিতে পারেন । ট্যাগ যেন পোস্ট এর সাথে প্রাসঙ্গিক হয় সে বিষয়টি খেয়াল রাখবেন । আপনি পছন্দ মত আপনার ট্যাগ তৈরি করতে পারবেন । নতুন তৈরি করার জন্য Dashboard>Posts>Tags এ যান ।

Featured Image

আপনার পোস্ট টি আকর্ষণীয় করার জন্য পোস্ট এর সাথে প্রাসঙ্গিক একটি ফিচার ইমেজ যোগ করবেন । আপনারা হয়ত টেকটিউনস এ প্রতিটি পোস্ট এর নিচে বামপাশে একটি ইমেজ লক্ষ্য করেছেন । এটা-ই হচ্ছে ফিচার ইমেজ । এটা সাধারণত পোস্ট এর শিরোনামের নিচে বামপাশে থাকে । তবে, ফিচার ইমেজ কোন জায়গায় প্রদর্শিত হবে তা নির্ভর করে আপনার ওয়ার্ডপ্রেস থিম এর উপর । এমনকি, ওয়ার্ডপ্রেস এ এমন বেশ কিছু থিম রয়েছে যেসব থিম ব্যবহার করলে পোস্ট এ ফিচার ইমেজ যোগ করতে পারবেন না । সাধারণত ব্লগসাইট এবং নিউজসাইট এ পোস্ট এ ফিচার ইমেজ যোগ করা হয় । ফিচার ইমেজ যোগ করার সময় ফিচার ইমেজটি পোস্ট এর সাথে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন ।

Publish

পাবলিশ সেকশনে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন । এখন আমি এসব অপশন সম্পর্কে কিছু আলোচনা করছি ।

Save Darfts: আপনি যদি লেখাটি এখন পাবলিশ না দিয়ে শুধু সংরক্ষণ করে রাখতে চান তাহলে Save Darfts বাটনে ক্লিক করবেন । Save Darfts বাটনে ক্লিক করলে আপনার লেখা পোস্টটি সংরক্ষণ হয়ে থাকবে ।

Visibily: অপশনটি দেখতে পারবেন । এর মাধ্যমে পোস্টটি আপনি কি প্রাইভেট রাখতে চান নাকি সকলের জন্য উন্মুক্ত রাখতে চান তা নির্ধারণ করে দিতে পারেন । এছাড়া, আপনি চাইলে পোস্ট এ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন ।

Publish: এখানে আপনি নির্ধারণ করতে পারেন আপনার লেখা পোস্ট কখন পাবলিশ করতে চান । অর্থাৎ, ওয়ার্ডপ্রেস এ আপনি শিডিউল পোস্ট লেখার সুবিধা পাবেন । এখানে আপনি সময় নির্ধারণ করে দিতে পারেন । এতে, আপনার দেওয়া সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ হয়ে যাবে । ডিফল্টভাবে এখানে Immediately দেওয়া থাকে । অর্থাৎ, পোস্ট পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে তা পাবলিশ হয়ে যাবে ।

এরপর সবশেষে আপনি Publish বাটন এ ক্লিক করবেন । তাহলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে । এবার আপনার আপনার ওয়েবসাইট এ আপনার লেখা পোস্টটি দেখতে পারবেন ।

আশা করি বুঝতে পারেছেন । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি । আগামী টিউটোরিয়াল এ থাকছে কিভাবে একটি পেইজ তৈরি করবেন ।

ভাল থাকবেন সবাই । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্রো! কাইন্ডলি ছোট একটা হ্যাল্প করেন, কিছু ইনফরমেশন আর কি। আমি আসলে ওয়ার্ডপ্রেস এ নতুন, ওয়াপকার ডিজাইন জানি, কিন্তু ওয়ার্ডপ্রেস এ না। সো আমি ওয়ার্ডপ্রেস শিখতে চাই, কিন্তু আমার কোন ডট কম ডোমেইন ও নাই, তবে ফ্রিতে ডট TK ডোমেইন নিতে পারি,

এখন আমার প্রশ্ন হলো আমি কি আপাতত ডট TK ডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবো?

    @abmurad: হ্যাঁ পারবেন ভাইয়া ।

    Level 0

    @abmurad: ভাই আবু মুরাদ আমার একটা ডট টিকে ডোমেইন দরকার আমিআমার পিসিতে অনেক চেষ্ঠা করেছি ‘ ডোমেইন ও হোষ্টিং (০০০ ওয়েব হোষ্টের নেম সার্ভার আইপি সহ) দিয়ে সাইন আপে ক্লিক করলে ঘন্টার পর ঘন্টা সময় নেয় কিন্তু আর সাইন আপ ও হয়না ডোমেইন ও পাই না; আমি আপনাকে ইমেইল আইডি পাসওয়ার্ড সহ দিবো যেটা দিয়ে সাইন আপ করবেন; একটু প্লিজ আমার জন্য একটি ডট টিকে ডোমেন নিয়ে দেন; আর কেউ যদি এ ব্যাপারে এটুুকু সাহায্য করতে পারেন কৃতার্থ থাকবো আমি ও অনুরুপ সাহায্য করতে বাধ্য থাকিবো please mail me at : [email protected] or add in skype # dostdesk

Level 0

আচ্ছা আপনার অন্য টিউনগুলোর লিংক দেননি কেন? ওয়ার্ডপ্রেস শিখতে হলে কি ডোমেইন হোষ্টিং সে পেইড আর ফ্রি ই হোক, না নিজ কম্পিউটারে সার্ভার সেটাপ দিয়ে কোন পদ্ধতিতে শেখাটা সহজ আর ভালো, আর হ্যা এখানে এমন কেউ আছে কি আমাকে একটা ডট.টিকে ডোমেইন নিয়ে দিবে; কারন আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় না; ডোমেইন নিয়ে সার্ভার নেম ও আইপি এড্রেস দিয়ে সাইন আপ করতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিন্তু আর প্রসেস কম্পিলিট হয় না; আমার স্কাইপি এড্রেস: আচ্ছা আপনার অন্য টিউনগুলোর লিংক দেননি কেন? ওয়ার্ডপ্রেস শিখতে হলে কি ডোমেইন হোষ্টিং সে পেইড আর ফ্রি ই হোক, না নিজ কম্পিউটারে সার্ভার সেটাপ দিয়ে কোন পদ্ধতিতে শেখাটা সহজ আর ভালো, আর হ্যা এখানে এমন কেউ আছে কি আমাকে একটা ডট.টিকে ডোমেইন নিয়ে দিবে; কারন আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয় না; ডোমেইন নিয়ে সার্ভার নেম ও আইপি এড্রেস দিয়ে সাইন আপ করতে গেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিন্তু আর প্রসেস কম্পিলিট হয় না; আমার স্কাইপি এড্রেস: dostdesk please help me

    @dmoni: ভাইয়া, আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালসমূহ চেইন টিউন এ অন্তর্ভুক্ত হলে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এর অন্যান্য লিংক পাবেন ।

Level 0

ভাই ওয়ার্ডপ্রেসে নতুন মেনু কিভাবে সংযোগ করা যায় এব্ং সেই মেনুর অধীনে কিভাবে নতুন পোষ্ট করা যায়।যদি বলেন তাহলে অনেক উপকার হয়?

জিহাদুর রহমান ভাই, আমি কি কোনো WordPress প্রিমিয়াম থিম কিনে তা দিয়ে একাধিক সাইট তৈরি করতে পারবো কি? যদি পারি তবে সব সাইটেই কি থিমটির আপডেট পাওয়া যাবে? বিস্তারিত জানালে উপকার হতো। ধন্যবাদ

    @razibur rahman romel: ভাইয়া, এমন অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে প্রিমিয়াম থিম কিনলে শুধুমাত্র একটি ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন ।