ডাউনলোড করে নিন প্রিমিয়াম ওয়ার্ড প্রেস থিম আপনার ব্লগ বা সাইট এর জন্য

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি,

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। অনেক দিন ধরে ভাব-ছিলাম সানিম মাহবীর ফাহাদ ভাইকে কি উপহার দেব ? এই কিছু দিন আগেই উনি উনার ১৫০ তম টিউনটি কমপ্লিট করেছেন সেই উপলক্ষে। তাই এই টিউনটি আমি ফাহাদ ভাইকে ডেডিকেট করলাম, কারণ এক প্রযুক্তি প্রিয় মানুষকে এই ভাবেই সম্মান জানানো উচিত। আশা করব ফাহাদ ভাই আমাদের কে আরো নতুন নতুন টিউন উপহার দিয়া প্রযুক্তি বিশেষজ্ঞ করে তুলবেন। টেকটিউনের সবার তরফ থেকে সানিম মাহবীর ফাহাদ ভাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

অনেক হলো ভূমিকা এবার সরাসরি কাজের কথায় আসি। ডাউনলোড করে নিন প্রিমিয়াম ওয়ার্ড প্রেস থিম আপনার ব্লগ বা সাইট এর জন্য।

 

BeTheme - Responsive Multi-Purpose WordPress Theme v7.0

 

 

ডেমো লিংক                                                                                                       ডাউনলোড লিংক

 

WPLMS WordPress Learning Management System v1.9.2

 

 

 

ডেমো লিংক                                                                                                      ডাউনলোড লিংক

 

X | The Theme WordPress theme v4.0.6

 

ডেমো লিংক                                                                                                         ডাউনলোড লিংক

 

Salient Responsive Multi-Purpose WordPress Theme v5.5.4

 

ডেমো লিংক                                                                                                         ডাউনলোড লিংক

 

MINETT - responsive HTML template

 

ডেমো লিংক                                                                                                         ডাউনলোড লিংক

 

 Bulsarah - Business Creative theme -Powerful SEO

 

 

ডেমো লিংক                                                                                                         ডাউনলোড লিংক

 

 শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া।  ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একি করেছেন ভাই? আপনার একটি টিউন পুরো আমাকে উৎসর্গ করে দিলেন? আমার মতো অভাজনের জন্য এটা অনেক বেশি প্রাপ্তি হয়ে গেলো। ঋণী হয়ে গেলাম ভাই! আবেগ প্রকাশ করার ভাষা পাচ্ছি না :mrgreen:

    মাস্টার সবসময় মাস্টার থাকে ,আর তাই আপনাকে একটি টিউন উৎসর্গ করে কিছু ভুল করিনি। আর সত্যি কথা বলতে আমি চাই আপনি আরো টিউন করুন কারণ আপনাদের মতো কিছু টিউমেন্টের আছে বলেই টেকটিউন আজ টেকটিউন। আর হ্যা আপনার কথা মতো লেখার স্টাইল পরিবর্তন করে দিলাম। সুন্দর একটি টিউমেন্ট করার জন্য আপনকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। পাশে থাকুন পাশেই আছি।

ধন্যবাদ ভাই । আমাকে ওয়ার্ডপ্রেসের BresponZive Mag Pro ফুল এই থিমটির ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন ?

ভাই, ব্লগার থেকে অটো পোস্ট ফেসবুক এই সম্পর্কে বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ

    এই সম্মান্ধিত অনেক টিউন techtunes এ আছে দেখতে পারেন।
    ভালো থাকবেন। আর তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে না হয় আরো একবার টিউন করব।
    বিলম্বিত প্রত্তুতরের জন্য দুঃখিত। শেখ মাহমুদ ভাই

ভাই এইগুলো নালড থিম?

    না নালড থিম নয় WordPress theme.ভালো থাকবেন।।
    বিলম্বিত প্রত্তুতরের জন্য দুঃখিত। Md Shariful Haque ভাই

ধন্যবাদ সাহেব বিশ্বাস ভাই আপনার টিউমেন্টের জন্য। ভালো থাকবেন।

আগে এক সময় টেকটিউন্স নিয়ে মেতে থাকতাম 🙂 প্রতিদিন ডুকতাম টেকটিউন্সে নতুন কিছু পাবার জন্য 😀 এবং নিজে জা জানতাম তা ও প্রকাশ করতাম টেকটিউন্সে! এখন হয়ত আর নিয়মিত ডুকি না 😀 কিন্তু মাজে মধ্যে টিকই ডুকি ! কিন্তু সব গুলা টিউনের লিংকে কিল্ক করে টাইম লস করি না। হয়ত এটা আপুনি ও স্বীকার করবেন বেশির ভাগ কেমন টিউন। আপনার লিখা গুলা খুব ভাল লাগে, তাই আপনার থিমস নিয়ে টিউনটা দেখে ভাবলাম একটা দিয়ে দেই ইন্সটোল ( আপুনি তো তাই ভেবেছি সত্যি হবে । কিন্তু আপনার থিমস গুলাতেই ও স্টাইল শিট মিসিং 😀 তাতে আমার কোন লস হয় নাই , কিন্তু আমার পেইড থিমস টা গেছে 😀 শুদু মাত্র আপনার এও টিউনে মন্তভ্য এর জন্য লগিন করলাম! উইশ ইউর বেস্ট লাক , ভাল থাকবেন