ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের হেল্প দরকার।সমস্যা মোট ২ টি।

আমি সার্ভারে(বায়েতহোস্টের ফ্রী প্লান) ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছি এবং 'যে কেঊ রেজিস্ট্রেসন করতে পারে'
সেই অপশনটি এক্টীভেট করেছি।কিন্ত রেজিস্ট্রেসন এর সময় পাসওয়ার্ড তো মেইলে যায়না।
অথচ'পাসওয়ার্ড এর জন্য মেইল চেক করুন...' এগুলা ঠিকই দেখায়।টেকটিউন্সের রেজিস্ট্রেসন
তো ঠিকই কাজ করছে।আমার এই সমস্যার কারন কি বুঝলামনা নাকি স্ক্রীপ্ট এর সমস্যা থাকায় মেইল
সেন্ড হচ্চেনা...।

সমস্যা দুই।
আমি যে থীম এক্টিভেট করেছি সেটায়  পোস্ট গুলোর পুরো লেখা দেখায়।অর্থাত 'read more'
এই টাইপের কিছু দেখাচ্চে না।টেকটিউন্সে যেমন একটা পোস্ট এর পুরো লেখাটা না দেখিয়ে শুধু প্রথম তিন চার লাইন
দেখায় আর আমার সাইটে পুরা লেখাটাই শো করছে।এটাকে আমি টেকটিন্সের মত করতে চাই অথবা সম্বভ হলে 'read more'
এই টাইপের লিঙ্ক যোগ করতে চাই।

Level New

আমি arif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

done.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ম. আপনি যে হোস্ট ব্যবহার করছেন এটার সার্ভারে সমস্যা রয়েছে।

২য়. আপনি যখন পোস্ট লেখেন তখন ‘read more’ লিংক যোগ করেদিবেন। রাইটিং এরিয়ার উপরে দেখবেন ‘read more’ নামক একটি বাটন আছে।

    ১ম। এখন কি করে এই প্রবলেমটা সল্ভ করতে পারি।হোস্ট চ্যাঞ্জ করলে হবে কি যেমন পেইড হোস্টিং।
    (আমি ডোমেইন হোস্টিং নিব এখন সাইটটার কাজ সব ঠিক ঠাক করার জন্য ফ্রী হোস্টিং ব্যাবহার করছি)
    ২য়।হ্যা এ ভাবে ‘read more’ এড করা যায় কিন্ত সেটা তো দেখছি শুধু সেই পোস্টের জন্যই। আমি এমন কিছু চাচ্ছি যে সব পোস্টেই ‘read more’ লিঙ্কটি অটোমেটিক্যালি শো করবে। আর কারন হল ব্লগটি আমরা কয়েকজন ফ্রেণ্ড মিলে খুলছি পাব্লিক ব্লগ হিসেবে তাই ইউজাররা তো মনে হয় না এসব কাজ করে ‘read more’ এড করবে।
    উত্তর এর জন্য ধন্যবাদ জাহিদ ভাই।

    ১. যদি ইন্সটলেশন ঠিক থাকে তবে বায়েট হোস্টে তো এই ঝামেলা করার কথা না। আপনি কি ম্যানুয়াল ইন্সটল করেছিলেন? না কি ওয়ান ক্লিক ইন্সটল করেছিলেন?
    ২. এটা জন্য একটা প্লাগইন আছে। খুজে দেখুন পেয়ে যাবেন। না পেলে বলবেন। আমার এখন নামটা মনে নেই। পরে বের করে দেবনি। বা আরেকটা কাজ করতে পারেন, থিমটা পালটিয়ে দিতে পারেন। কিছু কিছু থিমের সেটিংস থেকে এটা করা যায়।

১ম সমস্যা নিয়ে আমি নিজেই অসুবিধায় আছি। দ্বিতীয় সমস্যার সমাধান হচ্ছে, আপনার index.php ফাইলটা এডিট করা। এজন্য ftp দিয়ে থীমের ফোল্ডার থেকে index.php ফাইলটি অপেন করে সেটাকে নোটপ্যাডে অথবা ওয়ার্ডপ্যাডে অপেন করুন। অতঃপরঃ কে দিয়ে রিপ্লেস করুন।

    দুঃখীত এখানে php কোড দেখা যাচ্ছেনা। phpর ট্যাগ বাদ দিয়ে চেষ্টা করি। the_content() কে রিপ্লেস করুন the_excerpt() দিয়ে।

    ভাল কথা সাইটের কাজ করবেন wamp দিয়ে নিজের কম্পপিউটারে ইন্সটল দিয়ে করেন। খামাখা বাংলার স্লো নেট ইউজ করছেন কেন?

Level 0

@ টিউনার + জাহিদ + বাবর+ আদনান ব্রাদাররা,
১ম সমস্যার ক্ষেত্রে উত্তর হল এটা সাথে সাথে আসেন, এটা আসতে ঘন্টা খানেক দেরী করে,
কারন আমি নিজেও বাইতহোষ্ট ব্যবহার করি ফ্রি হোষ্টিংটা,

    ও, এই কথা! কিন্তু আমি যখন ইউজ করতাম তখন এটা সাথে সাথেই পাঠাত।

    আসলে আমার মূল সমস্যা ছিল আমি smtp মেইল কনফিগার করিনাই এখন 000webhost ব্যাবহার করছি এখন ঠিক কাজ করছে। আর বায়েতহোস্ট এর ফ্রী প্লান ব্যাবহার না করার পরামর্শ দিলাম সবাইকে কারন আপনি এত কস্ট করে সাইটের ডিজাইনিং বা কস্টমাইজ করবেন আপনার সাইট যেকেনো সময় বন্দ্ব বা একাউন্ট সাসপেন্ড করে দিতে পারে তখন ব্যাকাপ না রাখলে সমস্যা।