প্রতিটি ওয়ার্ডপ্রেস সাইট এর জন্য নির্বাচিত প্লাগিন লিস্ট ও ব্ল্যাকলিস্ট প্লাগিন – হেলথলি ও এসইও ফ্রেন্ডলি সাইট এর জন্য

একটি ওয়ার্ডপ্রেস সাইট এ যতো কম প্লাগিন ব্যবহার করা যাই ততোই ভালো। অতিরিক্ত প্লাগিন সাইট এর ডাটাবেজ ভারী করে লোডিং স্পীড বারায় দেয়।

সোশ্যাল মিডিয়া প্লাগিন, বিজ্ঞাপন বা পপআপ প্লাগিন এসব সমস্যা বেশি করে।সব সমস্যার সমাধান প্লাগিন দিয়ে নাহ করে কোড করা ভালো।

কিন্তু কিছু প্লাগিন যা আপনি অবশ্যই আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর জন্য ব্যবহার করবেন। যে গুলো আপনার সাইট এর পারফরমেঞ্চ বাড়াবে, ইউজার ফ্রেন্ডলি করবে ও এসইও ইম্প্রভ করবে।

ওয়ার্ডপ্রেস ও এসইও নিয়ে "ম্যাট কেট" এর ভিডিও টি দেখতে পারেনঃ

Black Listed WordPress Plugin

কিছু প্লাগিন আছে যে গুলো অ্যাকটিভ রাখা মানে দিনে দিনে সাইট নষ্ট করা। এমন সব প্লাগিন এর লিস্ট GoDaddy পাবলিশ করেছে

য়ার্ডপ্রেস ব্ল্যাকলিস্ট প্লাগিন এর লিস্ট দেখে সাইট এর জন্য প্লাগিন ব্যবহার করা উচিৎ।

নির্বাচিত প্লাগিন লিস্ট টি সব চেক করে দেওয়া হয়েছে। সরাসরি প্লাগিন লিস্ট এ যায়ঃ

W3 Total Cache

সাইট এর লোডিং স্পীড বাড়াতে এই প্লাগিনটি ব্যবহার করা যায়। এই প্লাগিন টি একটি ভিজিটর এর সাইট ব্রউজিং ডাটা সেভ করে দেয় যার কারনে সেই ট্রাফিক লোড দিলে কমন ডাটা গুলো ফাস্ট লোড হয়ে যায়। সাইট এর কেস পরিস্কার করা যায় সহজে।

Yoast SEO – Essential WordPress Plugin

সাইট এর এসইও করার জন্য সবার কাছে বেস্ট প্লাগিন। General Setting থেকে আপনি Home Page এর এসইও করে ফেলেন। নতুন আর্টিকেল লেখার সময় প্লাগিন নির্দেশনা ফলো করে ১০০% এসইও ফ্রেন্ডলি আর্টিকেল পাবলিশ করা যায়। সম্পূর্ণ On Page SEO এর জন্য এইটা অনেক হেলফফুল।

Broken Link Checker

সাইট এ Broken Link থাকলে সেই সাইট কে রেঙ্ক করা কঠিন আবার broken link এর জন্য আউট রেঙ্কও হয়। Broken link চেক করার জন্য এই প্লাগিন ব্যবহার করে broken link গুলো Google Link Removal Tool দিয়ে search engine থেকে remove করে দিন। নতুন broken link হলে এই প্লাগিন আপনাকে notify করবে।

Google XML Sitemaps

সাইট এ পাবলিশ করা নতুন আর্টিকেল সার্চ ইঙ্গিন এ দ্রুত দেখতে এই প্লাগিনটি ব্যবহার করা যায়। এই প্লাগিন search engine bots দের নতুন পেজ গুলো দ্রুত খুজে পেতে সাহায্য করে। এই প্লাগিন দিয়ে নতুন XML Sitemap করা যাবে।

UpdraftPlus WordPress Backup Plugin

অনেক কারনে আমরা সাইট এর ডেটা হারাতে পারি। কষ্ট করে লেখা এক-একটি পেজ যখন সামান্য কারনে নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে আমি জানি। অনেক backup plugin ব্ল্যাকলিস্ট এ আছে এইটা ছাড়া আর এই প্লাগিনটা বেশি সহজ ও ভালো।

মাত্র এই কইটা প্লাগিন আমি সব নতুন সাইট এর জন্য ব্যবহার করি।

আর্টিকেলটি প্রথম ও ইংলিশ ভার্সন - এই লিঙ্ক এ

এসইও এবং ওয়ার্ডপ্রেস নিয়ে প্রায় ৫ বছর ধরে কাজ করছি। এসইও আপডেট, ওয়ার্ডপ্রেস টিপস ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে ইনফরমেটিভ আর্টিকেল An SEO Lab ব্লগে দেখতে পারেন।

কোন হেল্প এর জন্য আমার ফেসবুকগুগল প্লাস এবং ব্লগ।

 

Level 0

আমি রাফিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রাফিউল ইসলাম তানিক, গত ৫ বছর ধরে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট ও সিএমএস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। স্পেসালি সার্চ মার্কেটিং ও কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করা হয়। দেশে ও দেশের বাইরে কিছু লিডিং অনলাইন মার্কেটিং ফার্ম এর সাথে কাজ করছি। গত ১ বছর ধরে দেশের "প্রথমবার্তা" এর মার্কেটিং...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস