কোথায় শিখবো ওয়ার্ডপ্রেস? কিভাবে ওয়েবসাইট বানাবো?

টিউন বিভাগ ওয়ার্ডপ্রেস
প্রকাশিত
জোসস করেছেন

Bohubrihi তে বিগিনারদের জন্য ওয়ার্ডপ্রেস নিয়ে হাই কোয়ালিটি কোর্স রয়েছে। সেটি অনুসরণ করলে কয়েক ঘণ্টার মধ্যেই আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে ফেলা যাবে।

কোর্সটিতে আমি দেখিয়েছি  কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি পূর্ণাংগ ওয়েবসাইট বানানো যায়। কিভাবে ডোমেইন এবং হোস্টিং কিনে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয়। কিভাবে ওয়েবসাইটের এডমিন প্যানেলে লগিন করতে হয়, পাসওয়ার্ড চেইঞ্জ করতে হয়, ওয়েবসাইটের URL চেইঞ্জ করতে হয়। দেখিয়েছি কিভাবে বিভিন্ন ফ্রি এবং প্রিমিয়াম থীম ব্যবহার করে খুবই স্টাইলিশ ওয়েবসাইট বানানো যায়। ওয়ার্ডপ্রেসের সব চাইতে এক্সাইটিং যে জিনিস-প্লাগিন; হাজার হাজার প্লাগিন থেকে বেছে নিয়ে বিভিন্ন প্লাগিন ইন্সটল করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার বা ফাংশন এড করা যায়। কম্পিউটারের জন্য বিভিন্ন সফটয়্যারের যে কাজ, ওয়ার্ডপ্রেসে জন্য বিভিন্ন প্লাগিনেরও সেই কাজ। আমি দেখিয়েছি কিভাবে ২টি উপায়ে ওয়েবসাইটের প্লাগিন ইন্সটল, একটিভেট অথবা ডিএকটিভেট এবং ডিলিট করা যায়।

একটা ওয়েবসাইট সাধারণত বেশ কয়েকটি পেইজ এবং টিউন নিয়ে গঠিত। আমি দেখিয়েছি কিভাবে এসব টিউন এবং পেইজ তৈরি করা যায়। কিভাবে পেইজে ছবি এবং অন্যান্য মাল্টিমিডিয়া ফাইল ইউজ করা যায়। তাছাড়া থীমের বিভিন্ন অপশন চেইঞ্জ করে ওয়েবসাইটের এপিয়ারেন্স নিজেদের পছন্দমত ঠিক করে নিতে শিখিয়েছি।

 

ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যাদের নুন্যতম অভিজ্ঞতা নেই, তারাও এই কোর্স থেকে শিখে ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আমি প্রতি মাসেই কোর্সে নতুন নতুন ভিডিও আপলোড দিতে থাকবো! কোর্সটিতে এনরোল করতে নিচের বাটনে ক্লিক করুন!

Enroll Now: WordPress for Beginners- Build Website in 1 Day - Bohubrihi Online Course

Level 0

আমি বহুব্রীহি অনলাইন কোর্স। , Bohubrihi বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Bohubrihi is an online educational marketplace that offers professional Bangla online courses, nano degrees, tutorials, workshops, webinars and training to help students & professionals master new skills with the help of our freelance online instructors and partner organizations.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস