ইউটুব আপনার ইনকামের ডলার কেন কেটে নেই! বিস্তারিত জানুন

আমরা ইউটিউব থেকে যে ডলার বা টাকা ইনকাম করি। তার সব টাকা কিন্তু আমাদের ব্যাংক একাউন্টে আসে না। সেখান থেকে কিছু ডলার বা টাকা কেটে নেয়া হয়। এটা কেন করা হয়?  অনেক মানুষ রয়েছে যারা ইউটিউবের Analytics-এ গিয়ে Estimate Revieneu দেখেন সেখানে অনেক সময় দেখবেন এক-দিন, দুই-দিন কিংবা তিন-দিন পর-পর ডলার বেড়ে যায় আবার কখনো কমে যায়।

এই বিষয়টা নিয়ে অনেকেই একটু চিন্তিত হচ্ছে। আবার অনেকেই মনে করছেন YouTube চুরি করছে। আমাদেরকে কম টাকা দিচ্ছে। আসলে এখানে কি হয় সেই বিষয়টা অনেকেই জানার জন্য আগ্রহী। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইউটিউব কি আদৌ আপনার ডলার কেটে নিচ্ছে, কি নিচ্ছে না। আর যদি নিয়ে থাকে সেটার Reason কি? আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।

শুরুতেই বলি হ্যাঁ YouTube কিংবা Google আসলেই আপনার ডলার কেটে নেয়। মাঝেমধ্যে YouTube বা Google আপনার ডলার কেটে নেয়ার কিছু কারণ রয়েছে।

প্রথম কারণঃ (INVALID CLICKS/MULTIPLE CLICKS) “ইনভেলিড ক্লিক অথবা মাল্টিপল ক্লিক” আপনার ভিডিও যখন Play হয় তখন সেখানে গুগল দ্বারা বিজ্ঞাপণ দেখায়। সেই বিজ্ঞাপণে একই ব্যক্তি যদি “MULTIPLE Times CLICKS করে একই IP Address থেকে। তাহলে সেগুলো কে বলে (INVALID CLICKS/MULTIPLE CLICKS) মাল্টিপল ক্লিক বা ইনভেলিড ক্লিক।

আপনার বিজ্ঞাপণে যখন একই IP Address থেকে তিনটি Click করা হয়। তখন সেই তিনটি Click Amount আপনার Estimate Revenue জমা হয়। কিন্তু Ultimate যখন ১২-তারিখে আপনার Estimate Review finalist হয়ে যখন Google Adsense account Transfer হয় তখন সেখান থেকে দুইটা Click -Minus হয়ে একটা ক্লিকের টাকা আপনার এডসেন্স একাউন্টে জমা হয়ে যায়। এই কারণে অনেকেরই ডলার কমে যায়। কারণ এরকম যারা ভূলবশতঃ আপনার বিজ্ঞাপণে Click করে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে Click করে। সুতরাং এই ক্লিক গুলো কাউন্ট হয় না।

দ্বিতীয় কারণঃ (COPYRIGHT CLAIM) “কপিরাইট ক্লেইম” আপনার একটা ভিডিও থেকে গত একমাস ধরে খুব ভালোভাবে অনেক টাকা ইনকাম হলো। কিন্তু মাসের শেষে গিয়ে আপনার ওই ভিডিওতে “COPYRIGHT CLAIM আসলো। কারণ আপনি অন্যের Content আপনার ভিডিওতে ব্যবহার করেছেন। তখন আপনার ঐ ভিডিও থেকে যে ইনকাম হয়েছে সেগুলো YouTube Transfer করে নিয়ে যায়। এ কারণে আপনার ওনেক বড় একটা Income Drop দেখতে পাবেন।

এখানে “COPYRIGHT CLAIM” বলতে আমরা “Copyright strikes” বুজাচ্ছি না। Copyright ছাড়াও Claim এসে Monetization off হয়ে যেতে পারে। কিন্তু অনেক সময় এ রকমের হয় যে, আপনার Monetization On আছে কিন্তু ভিডিওতে COPYRIGHT CLAIM এসে Dollar কমে গিয়েছে।

এর কারন হচ্ছে আপনার কপি ভিডিওটা শেয়ারিং হয়ে যায়। এর মানে হচ্ছে আপনার চ্যানেলে ভিউ হবে কিন্তু ভিডিওতে যে ইনকাম হবে তা সব চলে যাবে  ভিডিওর যে Original owner তার কাছে। এটা যদিও খুব বেশি একটা হয় না। এটাকে Revenue Sharing “রেভিনিউ শেয়ারিং” বলে।

ত্বিতীয় কারণঃ (Do not spend dollars) “ডলার কাটেই না” YouTube Analytics থেকে Estimate Revenue কমে যাচ্ছে। একদিন দেখছেন আপনি 12-Dollar এর পরদিন দেখছেন 10-Dollar এর পরদিন দেখছেন 9-Dollar এর পরে 8-Dollar এভাবে দিন দিন কমে যাচ্ছে। এটা কেন হয়?

এই জায়গাতে মূলত আপনার Dollar কাটা হচ্ছে না। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য Income গুলো দেখি। Examples: ওখানে দেয়া থাকে ২৮-দিনের কিংবা  লাস্ট ৭-দিনের। আমরা যখন গত ৭-দিনের ইনকাম দেখি। মনে করুন আপনি আজকে দেখলেন আপনার চ্যানেল থেকে গত ৭-দিনে 14-Dolllar ইনকাম হয়েছে। এখান থেকে একদিন যখন কমে যাবে তখন আর 14-Dollar থাকবে না, কারণ আপনার Analytics থেকে এক-দিনের ইনকাম হাইড হয়ে যাবে এবং সামনে এক-দিনের ইনাকাম এড হয়ে যাবে।

এখানে Actually আপনার ইনকাম টা কেটে নেয় না। আপনার ইনকাম টা মাত্র হাইট হয়ে যায়।

এনালাইটিক্স থেকে যদি আপনি ৭-দিনের ইনকাম টা ২৮-দিন করে দেন সেক্ষেত্রে ওইখানে ২৮-দিনের সকল ইনকাম দেখাবে। ওখান থেকে যদি LifeTime করে দেন তাহলে আপনার পুরো চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত যত ইনকাম হয়েছে সেটা দেখাবে। এর মানে হচ্ছে আপনার ডলার এখান থেকে কাটছে না আপনি মাত্র দেখছেন নির্দিষ্ট টাইম এর ইনকাম।

এই ছিল আমাদের আজকের আর্টিকেল, আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি উপকৃত হবেন, এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।

Level 3

আমি টেক লাভার। , lessonery.com, Mathbaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি একজন টেকটিউনার। টেক সব কিছুই আমার ভালো লাগে। টেক বিষয় বস্তু আমি মানুষের মাঝে আদান-প্রদান করতে খুব বেশি কম্ফোর্টেবল ফিল করি। পার্সোনালি আমি নিজেও ব্লগিং করি এবং আমার ব্লগ সাইটে অনেক আর্টিকেল হয়েছে। eduqw.com (এডুকিউ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস