নতুন ইউটিউবারদের ক্যামেরার সামনে কথা বলার দারুন কয়েকটি টিপস

Level 12
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করবেন কিংবা করেছেন এবং যারা ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই টিউন টি।

কেউ যখন নতুন ইউটিউব শুরু করে তখন তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেগুলোর মধ্যে একটি থাকে ভিডিওতে ভালো ভাবে উপস্থাপনা এর অভাব। ইউটিউব ভিডিওতে ভালোভাবে উপস্থাপনা না পাবার কারণে সেসব ভিডিওতে দর্শক আগ্রহ অনেকটা কমিয়ে ফেলে। তাই ইউটিউবে সফল হতে অবশ্যই ভিডিও এর মান ঠিক রাখা জরুরি।

আপনিও যদি ক্যামেরার সামনে কথা বলতে চান তবে কি কি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং কিভাবে কথা বললে আপনি একজন সফল ইউটিউবার হয়ে উঠতে পারবেন ইত্যাদি বিষয়গুলো জানানো হবে আজকের এই টিউনে। ক্যামেরার সামনে কথা বলার সময় আপনাকে কোন কোন বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে তার সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে এই টিউনে। টিউনটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনি যদি এরকম আরো টিউন পেতে চান তবে আমাকে উপরের ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখতে পারেন। আর যদি ইতিমধ্যেই আমাকে ফলো করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ।

আপনি ইউটিউবিং কেন করবেন এবং কিভাবে করবেন? এ সম্পর্কিত আমার পূর্বের টিউনটি এখানে

১. ভিডিও করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা

ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনাকে অবশ্যই ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করতে হবে। ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও করার টিপস টি আপনাকে ইউটিউবে সফল হতে অনেকটাই সাহায্য করবে। তো এই ক্যামেরার দিকে তাকিয়ে কিভাবে আপনি ভিডিও করবেন চলুন সেটির বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনি ইউটিউব এর জন্য যখন ভিডিও তৈরি করবেন সেটি অবশ্যই কোন না কোন দর্শকের জন্য তৈরি করবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যামেরার লেন্স এর দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখানে ক্যামেরার লেন্স হতে পারে আপনার মোবাইল অথবা কোনো ক্যামেরা। আপনাকে লেন্সের দিকে কথা বলতে হবে কারণ আপনি যদি লেন্স বাদ দিয়ে ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলেন তবে দর্শকের চোখে আপনার চোখ পড়বে না এবং সেই দর্শক গুলো আপনার কথার দিকে মনোযোগী হতে পারবেনা।

ধরুন কোন ভিডিওতে যদি আপনি অন্য দিকে তাকিয়ে বলেন যে, 'আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়'। তাহলে কিন্তু সেই দর্শক আপনার কথার দিকে মনযোগী হতে পারবে না। এই জন্য ক্যামেরার সামনে কথা বলার সময়ে আপনি যদি একমাত্র ব্যক্তি হন তবে অবশ্যই ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন। এক্ষেত্রে ভিডিও করার সময় আপনি যদি মোবাইল ব্যবহার করেন তবে মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন।

এছাড়া আপনি যদি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেন অর্থাৎ আপনি যদি কারো ইন্টারভিউ নেন, তবে আপনি তার দিকে হয়ে কথা বলবেন। এক্ষেত্রে কথা হবে আপনাদের দুইজনের মধ্যে। ধরুন সেই সময় সে যদি আপনাকে প্রশ্ন করে যে, 'আপনি কতদিন থেকে ইউটিউবিং করছেন'। এক্ষেত্রে আপনি তার দিকে তাকিয়েই সেগুলোর প্রশ্নের উত্তর দেবেন। ক্যামেরার সামনে দুইজন ব্যক্তির সাথে কথা বলার সময় আপনি যদি ক্যামেরার দিকে হয়ে আপনার প্রশ্নের উত্তর গুলো দেন তখন কিন্তু সেটি দেখতে অনেক খারাপ লাগে।

এছাড়া আপনি যদি তাকে প্রশ্ন করেন এবং সে যদি উত্তর দেয় তবে সেখানে অবশ্যই আপনার দুইজনার মধ্যে কথা হবে। এক্ষেত্রে আপনাদেরকে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আলাপ না করলে অনেক ভালো হবে। এক্ষেত্রে দুইজন ব্যক্তির মাঝে কথা বলার সময় একে অপরের দিকে তাকিয়ে কথা বললে দর্শক সেই ভিডিও দেখতে অনেকটা মনোযোগী হবে।

তবে ক্যামেরার সামনে একজন ব্যক্তির ইন্টারভিউ নেওয়ার পর্যায়ে যদি কোন কথা গুরুত্বপূর্ণ মনে হয় এবং সেগুলো দর্শকদের জানানোর প্রয়োজন পড়ে, তবে সেখান থেকে আপনি ক্যামেরার লেন্স এর দিকে তাকিয়ে সেই কথাটি দর্শকের মাঝে বোঝানোর চেষ্টা করবেন। এতে করে দুইজন ব্যক্তির কথার মাঝের কোন কথা দর্শক একটু মনোযোগ দিয়ে নিজের মধ্যে গেঁথে নেবে। তারপর আবার সেই বিষয়টি বলা শেষ হয়ে গেলে সেই ব্যক্তির সঙ্গে আবার কথা বলতে হবে।

২. আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা

আপনি ভিডিও করার সময় যে বিষয় নিয়ে ভিডিও করবেন সেখানে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে হবে। আপনি যদি কথা বলার সময় সেখানে বারবার আটকে যান তবে কিন্তু সেই ভিডিওটি মানসম্মত হবে না। এক্ষেত্রে যে আপনার সেই ভিডিওটি দেখবে সে অবশ্যই বুঝতে পারবে যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলোর ওপরে আপনার কোন আত্মবিশ্বাস নেই এবং সেসব কথা গুলো বলতে আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনি যে বিষয় নিয়ে কথা বলুন না কেন অবশ্যই আপনাকে সেই বিষয়ের উপর আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে।

আপনি যদি ভিডিওতে কথা বলার সময় আমতা-আমতা করেন বা আপনার এমন কোন ভাব প্রকাশ পায় যে, যা দ্বারা দর্শক আপনার ব্যাপারে বুঝতে পারছে যে আপনি হয়তোবা সেই বিষয়ের উপর ভালোভাবে উপস্থাপন করতে পারছেন না। আপনি কোন বিষয়ের ওপর একেবারেই আত্মবিশ্বাসহীন ভাবে কথা বললে দর্শক সেই ভিডিওর উপর মনোযোগ দিতে পারবে না, এবং কোন দর্শক আপনার কথাগুলোকে নিজের মধ্যে সাদরে গ্রহণ করবে না। তাই আপনাকে এমন ভাবে কথা বলতে হবে যে, আপনার সেই কথাগুলো শুনে যেন দর্শক মনে করে আপনি সেই বিষয়ের ওপর অভিজ্ঞ বা বস।

এছাড়াও আপনি যখন ভিডিওতে কথা বলবেন তখন অবশ্যই সঠিক অঙ্গভঙ্গিতে কথা বলতে হবে। ধরুন আপনি যদি ভিডিওর মাঝে এমন কোন কথা বলেন যা দ্বারা দুঃখ প্রকাশ পায়, সেই সময় যদি আপনি হেঁসে হেঁসে সেই কথাটাই বলেন তবে কিন্তু সেই কথার মাঝে কোন আকর্ষণ থাকবে না। তাই আপনার ভিডিওর উপস্থাপনার মাঝে কথার বর্ণনা অনুযায়ী আপনি সেই সেইরকম অভিনয় করবেন।

৩. ভিডিও তে কথা বলার সময় স্ক্রিপ্ট লিখে নিন

আপনি যখন ক্যামেরার সামনে ভিডিও করার জন্য তৈরি হবেন তখন আপনার সামনে একটি স্ক্রিপ্ট রাখবেন। এর জন্য ভিডিও তৈরি করার আগে আপনাকে সেই বিষয়ের উপর একটি স্ক্রিপ্ট লিখে নিতে হবে। ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে প্রথমদিকে স্ক্রিপ্ট এর প্রয়োজন পড়ে, কিন্তু আস্তে আস্তে স্ক্রিপ্ট এর আর প্রয়োজন হয় না।

আপনি যখন কোন ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখবেন তখন সে বিষয়ের উপর সম্পূর্ণ বর্ণনাটি আপনার লেখার দরকার নেই। বরং আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন, সেটি আপনি যদি নিজে থেকেই জেনে থাকেন তবে সেগুলো কিছুটা আয়ত্ত করে নিন এবং আপনি যে যে টপিক ভিডিওর মাঝে বলবেন সেগুলো একটি পয়েন্ট আকারে লিখে নিবেন। এক্ষেত্রে আপনি ভিডিও শুরু করার পর যদি কোন জায়গায় আটকে যান তবে সে পয়েন্টগুলো দেখে আবার ভিডিওর মাঝে কথা চালিয়ে যেতে পারবেন।

আপনি যদি ভিডিওর মাঝে বলা সমস্ত লেখাগুলো স্ক্রিপ্ট এ লেখেন, তবে কিন্তু বারবার সেই স্ক্রিপ্ট এ দেখার জন্য আপনার ভিডিওতে অসৌন্দর্যতা চলে আসবে। আপনি যদি কোন বিষয় লিখে নেন এবং সেটি বারবার দেখেন তবে দর্শক কিন্তু সেটি খুব সহজেই বুঝে যাবে যে আপনি সেটি লিখে রেখে সেখান থেকে তাকে শুধু পড়ে শুনাচ্ছেন। আপনি যদি এরকম কোন ভিডিও দেখেন যে সে বারবার স্ক্রিপ্ট দেখছে তবে আপনিও কিন্তু সেই ভিডিওটি দেখতে পছন্দ করবেন না। বারবার স্ক্রিপ্ট দেখলে মানুষ বুঝে যাবে যে আপনি সেই লেখা গুলো দেখে ক্যামেরার সামনে শুধুমাত্র অভিনয় করে দেখাচ্ছেন। যে কারণে দর্শকের আর আপনার ভিডিওর প্রতি মনোযোগ থাকবে না।

সেজন্য আপনি যদি কোন বিষয় সম্পর্কে ভিডিও করেন এবং আপনার যদি সেই বিষয়ের ওপর স্ক্রিপ্ট লেখার প্রয়োজন হয়, তবে ভিডিওর মাঝে সেই কথাগুলোর একটি একটি করে পয়েন্ট লিখে রাখবেন। এবং সেইসঙ্গে আপনাকে অবশ্যই সেই বিষয় সম্পর্কে বার বার পড়ে মুখস্ত রাখতে হবে। পয়েন্ট আকারে স্ক্রিপ্ট লেখার পর একটি কথা শেষ হবার পর অন্য একটি পয়েন্ট নিয়ে কথা বলবেন। আর এতে করে যদি আপনার কোন সমস্যা হয় তবে ভিডিও এডিটিং এর পর্ব তো আছেই। একসঙ্গে যদি সবগুলো পয়েন্ট আলোচনা করতেন না পারেন তবে একটি একটি করে পয়েন্ট নিয়ে আলোচনা করে তারপর সেগুলো এডিট করে একসঙ্গে জুড়ে দিবেন।

এই বিষয়টি সবচাইতে ভালো হবে যে, আপনি কোন একটি বিষয়ের উপর কিছু পয়েন্ট স্ক্রিপ্ট এ লিখে নিয়ে সেটি ক্যামেরার সামনে কথা বলার এক পর্যায়ে সেটি একবার দেখে নিলেন। এই ভাবে করে আপনি আপনার ভিডিওতে কথা বলার চালিয়ে যেতে পারবেন। এছাড়া যদি আপনি কোন জায়গায় কথা বলার মাঝে আটকে যান তবে পরবর্তীতে সেটি এডিট করে লাগিয়ে দিতে পারবেন। যাইহোক, আপনি যদি একজন ইউটিউবার হন তবে আপনাকে এই বিষয়ে বেশি বুঝাতে হবেনা। আপনি এডিটিং এর সমস্ত পর্ব হয়তোবা জানেন।

৪. স্পষ্টভাবে ভিডিওতে কথা বলা

আপনি ভিডিওর মাঝে যে এলাকার ভাষায় কথা বলুন না কেন অবশ্যই সেটি যেন স্পষ্ট হয়। ভিডিওর মাঝে যদি আপনার কথাগুলো বোঝা না যায় তবে আপনার ভিডিওতে কিন্তু মাধুর্যতা আসবেনা। আর যদি আপনার ভিডিওতে কোন মাধুর্যতা না আসে তবে কিন্তু সেই ভিডিওতে কোন দর্শক মনোযোগী হতে পারবেনা। তাই ক্যামেরার সামনে কথা বলার সময় অবশ্যই আপনার কথার উচ্চারণ স্পষ্ট হওয়া অনেক জরুরি।

আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করতে চান তবে অবশ্যই উপরের টিপসগুলো কে কাজে লাগাতে পারেন। উপরের টিপসগুলো কাজে লাগালে আশা করা যায় যে আপনার ভিডিওর মান অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা নিত্য নতুন নতুন নতুন কোন টিউন সবার আগে আপনার হোমপেজে পাবার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন।

বন্ধুরা, ইউটিউব সম্পর্কিত আজকের টিউনটি এখানেই শেষ করছি। দেখা হবে তবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত টেকটিউনসের সঙ্গে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।

Level 12

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 332 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 60 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস